
বিজয়নগর।।
বিজয়নগরের আমতলী বাজার, চান্দুরা বাজারসহ বিভিন্নস্হানে সরকারি কঠোর বিধিনিষেধ ও নির্দেশনা বাস্তবায়ন করতে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাবেয়া আসফার সায়মা।এসময় মোবাইল কোর্ট পরিচালনা করে সরকারী নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় এবং মাস্কবিহীন অযথা বাইরে ঘুরাফিরা করায় সংক্রামক ব্যাধি ( প্রতিরোধ, নিয়ন্ত্রন ও নির্মুল)আইন ২০১৮ এর ২৫(১)(খ)ধারা লঙ্ঘনের কারনে ২৫(২) ধারার বিধানবলে ৪ টি মামলায় ৪ জন ব্যক্তিকে ৩৭০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা সাথে ছিলেন।অভিযানে জনগনকে সরকারি নির্দেশনা সম্পর্কে সচেতন করা, স্বাস্থ্য বিধি মেনে সবসময় মাস্ক পরিধান করাসহ অনুমোদন ব্যতীত যানবাহন বের না করা এবং জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বের হওয়ার জন্য সতর্ক করেন।