
সরাইল।।
সরাইলে জলিল মিয়া (৩২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। জলিল চুন্টা ইউনিয়নের লোপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সরাইল-অরূয়াইল সড়কের চুন্টার লোপাড়া এলাকা থেকে তার লাশটি উদ্ধার করেছেন সরাইল থানা পুলিশ। পরিবারের দাবী জলিলকে হত্যা করে লাশটি ফেলে রাখা হয়েছে।পুলিশ ও স্থানীয়রা জানায়, লোপাড়া গ্রামের জলিল নদীতে মাছ ধরে বিক্রি করত। এছাড়া মাঝে মধ্যে অন্যের কাজও করত। সম্প্রতি জলিল ঘাগড়াজোর গ্রামের আশিদ মিয়ার মেয়েকে বিয়ে করেছে। গত বৈশাখ মাসে ধান বনের (খের) বিষয় নিয়ে আশিদ মিয়ার সাথে তার চাচাত ভাইদের সংঘর্ষ ও মামলা মোকদ্দমার ঘটনা ঘটেছে। ঘটনা গুলি নিস্পত্তিও হয়েছে।আজ ভোরে সরাইল-অরূয়াইল সড়কে চলাচলকারী যাত্রী ও পথচারীরা সড়কের পাশে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে। বিষয়টি জানাজানি হলে এলাকার লোকজন ঘটনাস্থলে হাজির হয়। জলিলের পিতা আব্দুল লতিফ ছেলের লাশ চিনতে পেরে চিৎকার দিয়ে ওঠেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।