আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

৩৩৩ কল করে বিজয়নগরে খাদ্য সহায়তা পেলেন ৪০ পরিবার

বিজয়নগর 5 August 2021 ৩৫০

বিজয়নগর।।

৩৩৩ নম্বরে কল করে বিজয়নগরে অসহায় ৪০টি পরিবারকে খাদ্য সহায়তা দিলেন উপজেলা প্রশাসন।আজ বৃহস্পতিবার ৫ আগস্ট দুপুরে উপজেলা নির্বাহী অফিসার কে.এম ইয়াসির আরাফাত উপজেলা ভবনের সামনে আবেদনকারীদের মাঝে এসব খাদ্য সহায়তা বিতরণ করেন।খাদ্য সহায়তার মধ্যে ছিল ১০ কেজি চাল, ১ লিটার তেল, ২ কেজি আলু, ১ কেজি চিনি, ১ কেজি লবন, ১ কেজি মসুরের ডাল, বড় সাবান ২টি ও মাস্ক।কে.এম ইয়াসির আরাফাত জানান, ৩৩৩-এ কল দিয়ে আবেদন করে ৪০টি পরিবার, তাদের খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা মুকাই আলী,উপজেলা আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম ভূঁইয়া, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা শাহীনূর জাহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা আফরিন, উপজেলার ভাইস চেয়ারম্যান মাহামুদুর রহমান মান্না, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগন, রাজনৈতিক ব্যক্তিসহ অন্যরাও উপস্থিত ছিলেন।