আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

স্বাস্হ্যবিধি না মানায় বিজয়নগরে মোবাইকোর্টে ১২ জনকে জরিমানা

বিজয়নগর 6 August 2021 ৪০৮

বিজয়নগর।।

বিজয়নগর উপজেলার মির্জাপুর মোড়,আমতলী বাজারসহ বিভিন্ন স্হানে সরকারি কঠোর বিধিনিষেধ ও নির্দেশনা বাস্তবায়ন করতে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাবেয়া আসফার সায়মা।এসময় মোবাইল কোর্ট পরিচালনা করে সরকারী নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায়, মাস্কবিহীন অযথা বাইরে ঘুরাফিরা করায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রন ও নির্মূল) আইন,২০১৮ অনুযায়ী মোট ৫টি মামলায় ৫ জনকে মোট ৬০০০/- টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া লাইসেন্স বিহীন ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালনার জন‍্যে ৭ জন মোটরসাইকেল আরোহীকে সাতটি মামলায় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ও ৯২(১)ধারায় ৫৮০০ টাকা জরিমানা আরোপ করে আদায় করা হয়।মোট ১২টি মামলায় ১২ জনকে ১১,৮০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।মোবাইল কোর্ট অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী সদস্যরা সাথে ছিলেন।অভিযানে সময় জনগনকে সরকারি নির্দেশনা সম্পর্কে সচেতন করা, স্বাস্থ্য বিধি মেনে সব সময় মাস্ক পরিধান করা অনুমোদন ব্যতীত যানবাহন বের না করা এবং জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার জন্য সতর্ক করেন।