
অবিলম্বে শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের নামটি পুঃন স্হাপন করা হউক– প্রগতিশীল জোট
ইন্ড্রাষ্টিয়াল স্কুলের মাঠও শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্ত্বর হঠাৎ করে নাম পাল্টে করা হয়েছে জেলা শিল্পকলা একাডেমি মাঠ। এটা কোন যুক্তি, কার ইশারায়, কার নির্দেশে করা হয়েছে।এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিনাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া প্রগতিশীল জোটের আহবায়ক ও জাতীয় শ্রমিক ফেডারেশনের জেলা সাধারন সম্পাদক কমরেড নজরুল ইসলাম,যুগ্ন-আহবায়ক ও জেলা সাম্যবাদী দলের সভাপতি সাহানুর ইসলাম সানু,প্রগতিশীল জোটের যুগ্ন-আহবায়ক ও বাংলাদেশ জাসদের সাধারন সম্পাদক জিয়া কারদার নিয়ন,প্রগতিশীল জোটের যুগ্ন-আহবায়ক ও জেলা ঐক্যন্যাপের সাধারন সম্পাদক আবুল কালাম নাঈম,প্রগতিশীল জোটের সদস্য সচিব ও জেলা বাসদের আহবায়ক প্রবীর চৌধূরী রিপন। এক বিবৃতিতে তারা বলেন শহীদ ধীরেন্দ্রনাথ ভাষা চত্বর এর নাম পরিবর্তন করেছে তা খুবই দুঃখ জনক।অবিলম্বে শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের নামটি পুঃন স্হাপনের দাবী জানাচ্ছি।