আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

বাঞ্ছারামপুরে প্রধানমন্ত্রীর উপহার পেল ৩৯৭টি অস্বচ্ছল পরিবার

বাঞ্ছারামপুর 18 August 2021 ২৭৩

বাঞ্ছারামপুর।।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার
করোনায় কর্মহীন, খাদ্য সংকটে থাকা , দুস্থ ও অসহায় ৩৯৭ টি পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার হিসেবে  খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে ।আজ বুধবার সকালে  উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় সাংসদ ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম এমপির নির্দেশে এসব খাদ্য সামগ্রী বিতরন করেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা শমসাদ বেগম।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এবং বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসন এর বাস্তবায়নে, এসব খাদ্য সামগ্রী বিতরন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পবিত্র চন্দ্র মন্ডল, উপজেলা শিক্ষা অফিসার মোঃ নৌশাদ মাহমুদ , মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তৌহিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের অফিস সহকারী মোঃ রাসেল আহমেদ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সকল ইউনিয়ন পরিষদের সচিব সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসময় উপস্থিত ছিলেন ।
খাদ্য সামগ্রীর মাঝে ছিলো ১০ কেজি চাল,১কেজি আটা, ১কেজি ডাল,১কেজি  চিনি,১কেজি লবন,আলু ৩ কেজি, ১লিটার তেল, ১ কেজি পেয়াজ । উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পবিত্র চন্দ্র মন্ডল এর সঞ্চালনায় খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য কালে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা শমসাদ বেগম বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনিমার্মানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত নিরলস  কাজ করে যাচ্ছে।  বঙ্গবন্ধু  যেমন ভাবে আপামোর মানুষের জন্য চিন্তা করতেন ঠিক তেমনি ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল জনগণের জন্য চিন্তা করেন। এসময় তিনি করোনায় ক্ষতিগ্রস্ত ও অসহায়দের  মাঝে এরকম সহযোগীতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যাক্ত করে।