আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জে বাস চাপায় শিশু নিহত

আশুগঞ্জ 20 August 2021 ২৯৯

আশুগঞ্জ।।
আজ শুক্রবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বাস চাপায পাঁচ বছরের এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুর নাম হোসায়ইন।
আজ শুক্রবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়ক পার হতে গিয়ে বাসে চাপা পড়ে। সোনারামপুরের কলাবাগান এলাকায় সে দুর্ঘটনায় পতিত হয়। সে রিক্সাচালক ইরন মিয়ার ছেলে।
নিহতের পরিবারিক সূত্র জানায়, আজ শুক্রবার জুম্মার নামাজ পড়তে বাড়ি থেকে বের হয় হোসাইন ও তার ২ সহযোগী। নামাজ শেষে বাড়ি ফেরার পথে হোসাইন ও তার ২ সহযোগী মিলে মহাসড়ক পার হওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়াগামী সোহাগ পরিবহনের একটি বাস শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু হোসাইনের মৃত্যু হয়। এসময় হোসাইনের ২ সহযোগী অল্পের জন্য প্রাণে বেঁচে যায়।
খাটিহাতা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক নজরুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সোহাগ পরিবহনের বাসটি আটক করা হয়েছে। তবে বাসের ড্রাইভারকে আটক করা সম্ভব হয়নি।