আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

বাবার লাশ নিয়ে বাড়িতে আসার পথেই খবর এলো মায়ের মুত্যুর

নবীনগর 21 August 2021 ৩০৩

নবীনগর।।

হাসপাতাল থেকে বাড়িতে বাবার লাশ নিয়ে আসার পথিমধ্যেই মায়ের মুত্যুর খবর এলো। একই দিনে বাবা-মাকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে গেছে তাদের সন্তানেরা। স্বামীর মুত্যুর ৬ ঘণ্টা পর স্ত্রীর মুত্যুর এ ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে।ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ গ্রামের বড় বাড়ির বাসিন্দা, বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ওয়ারেন্ট অফিসার মো: আবুল কাসেম (৮১) শনিবার সকাল সাড়ে ৬টায় ও তার স্ত্রী খাদিজা বেগম (৭১) দুপুর ১২টায় করোনা আক্রান্ত হয়ে ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।শনিবার আসরের নামাজের পর আলীয়াবাদ দক্ষিণপাড়া কবরস্থান মাঠে আবুল কাসেমের জানাজা শেষে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার দেয়া হবে। পরে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে এবং বাদ মাগরিব খাদিজা বেগমের জানাজা শেষে স্বামীর পাশে তার লাশ দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।আবুল কাসেম ও খাদিজা বেগম নবীনগর প্রেসক্লাবের সাবেক সদস্য আল মামুন ও আল মাসুম রাব্বির মা-বাবা।তাদের রুহের মাগফেরাত কামনা করে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নবীনগর প্রেসক্লাব, বিভিন্ন সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি, শিক্ষক সমাজসহ বিশিষ্টজনেরা।