আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু

আশুগঞ্জ 22 August 2021 ২৬৪

আশুগঞ্জ।।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। শনিবার (২১ আগস্ট) দিবাগত রাতে উপজেলার আড়াইসিধা মাধুরপাড়া এলাকার বিল্লাল মিয়ার রিকশা গ্যারেজে এই ঘটনা ঘটে।নিহত মো. শাহজালাল উপজেলার লালপুর ইউনিয়নের হোসেনপুর টানপাড়া এলাকার মৃত মুলফত আলি মিয়ার ছেলে। রোববার (২২ আগস্ট) সকালে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।এলাকাবাসী সূত্র জানায়, প্রতিদিন সকালে গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হয়ে সারাদিন চালিয়ে রাতে রিকশা গ্যারেজে চার্জ দিয়ে বাড়িতে যান শাহজালাল। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে গ্যারেজে তার চালিত অটোরিকশাটি চার্জে দেওয়ার সময় সে বিদ্যুৎস্পর্শ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে বিল্লাল মিয়ার পরিবারের লোকজন দেখতে পেয়ে নিহতের পরিবার ও পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠায়।
আশুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎস্পর্শ হয়ে শাহজালালের মৃত্যু হয়েছে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে৷ থানার অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।