
বিজয়নগর।।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের লাইসকা বিলে নৌকাডুবির ঘটনায় আর কেউ নিখোঁজ নেই বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। শনিবার বিকেল পোনে ৫টার দিকে উদ্ধার অভিযান বন্ধ ঘোষণা করা হয়েছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ব্রাহ্মণবাড়িয়া জেলার সহকারী পরিচালক আখতারুজ্জামন বলেন, নৌকাডুবির ঘটনায় আর কেউ নিখোঁজ নেই। তবে কেউ যদি দাবি করেন তাদের স্বজন এখনো নিখোঁজ আছেন, সে ক্ষেত্রে আমরা আবারও উদ্ধার অভিযান পরিচালনা করবো। এজন্য ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি দল মোতায়েন রয়েছে বলে তিনি জানান।
এদিকে ডুবে যাওয়ার ২৪ ঘণ্টায়ও নৌকাটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। ডুবন্ত নৌকাটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী দল। তবে নৌকাটির ভেতরে আর কোন লাশ নেই বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার এ নৌকাডুবির ঘটনায় মোট ২২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। যার মধ্যে নারী ও শিশুই বেশি।
ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা জানান, নৌকাটি বিলের যে অংশে ডুবেছে, সে জায়গাটি কিছুটা গভীর। বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী দল ডুবন্ত নৌকাটিকে উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে। তবে কতক্ষণ নাগাদ উদ্ধার হবে, সেটি স্পষ্ট করে বলা যাচ্ছে না।