আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ

সারাদেশ 29 August 2021 ৩৫২

কুমিল্লা।।

কুমিল্লার পদুয়ার বাজারে ট্রেন-ট্রাকের সংঘর্ষে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রোববার রাত দুইটার দিকে এ সংর্ঘষের ঘটনা ঘটে।

সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, পদুয়ার বাজার এলাকায় ট্রাক ও ট্রেনের সংঘর্ষের খবর শুনেছি। সংঘর্ষে ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।রেলের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী জাকির হোসেন বলেন, রাত ৯টায় মহানগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে আসে। রাত ২টার দিকে জেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে একটি পিকআপের ধাক্কা লাগে। এতে একটি বগি লাইনচ্যুত হয়। এতে কয়েকজন আহত হয়েছেন।এ ঘটনার পর থেকে চট্টগ্রামের সঙ্গে ঢাকা, সিলেট ও ময়মনসিংহের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।খবর পেয়ে লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন রোববার ভোর ৪টায় ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। মেরামতের কাজ শেষ হলে ওই রুটে ট্রেনে চলাচল স্বাভাবিক হবে।