আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

বিজয়নগর উপজেলার সকলকে নিজের আপন মানুষ ভেবে কাজ করেছি—ইউএনও কে.এম.ইয়াসির আরাফাত

বিজয়নগর, সারাদেশ 1 September 2021 ৬২৮

বিজয়নগর।।

আজ বুধবার সকালে বিজয়নগর উপজেলা পরিষদ ও অফিসার্স ক্লাবের আয়োজিত উপজেলা নির্বাহী অফিসার ইউএনও কে.এম.ইয়াসির আরাফাত এ বদলী জনিত বিদায় সংবার্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর-বিজয়নগর -৩ আসনে সংসদ সদস্য র,আ,ম,উবায়দুল মোকতাদির চৌধূরী।
বিদায়কালে কে.এম.ইয়াসির আরাফাত বলেন, সরকারি চাকুরিজীবী হিসেবে বদলিজনিত কারণে কোনো জেলায় বা উপজেলায় স্থায়ী হওয়ার সুযোগ নেই প্রশাসনিক কর্মকর্তাদের। উপজেলায় কর্মরত অবস্থায় সহকর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দের অনেক রকমের সহয়তা আমি পেয়েছি। কাজ আদায় করার জন্য হয়তো কারো বিরাগভাজন হয়েছি। অনেক সময় ইতিবাচক আবার কখনো নেতিবাচকভাবে মানুষকে উপস্থাপন করা হয়। খোলা চোখ দিয়ে সবকিছু দেখা যায় না। চোখের আড়ালেও অনেক কিছু থাকে। তবে নিজের অজান্তেও যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, কারো প্রতি অন্যায় করে থাকি তাহলে আমি ক্ষমাপ্রার্থী।
অনুষ্ঠানে উপজেলা ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার (ভুমি) এসিল্যান্ড রাবেয়া আসফার সায়মা এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহীনুর জাহান,উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুম,বিজয়নগর থানার অফিসার ইনচর্জ ওসি মির্জা মোঃ হাসান,অধ্যক্ষ হাফেজ শফিকুর রহমান,চেয়ারম্যান জিয়াউল হক বকুল প্রমুখ।
বক্তব্য শেষে সহকর্মীরা বিভিন্ন উপহার দেন বিদায়ী ইউএনও’কে। তাদের বেশির ভাগের চোখেই ছিলো জল। তৈরি হয় এক আবেগঘন পরিবেশ।
জানা গেছে, ২০২০ সালের ২১ জুলাই ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইউএনও হিসেবে যোগদান করেন কে.এম.ইয়াসির আরাফাত।
বলা যায়, কিন্তু তিনি কখনো সরকারি কর্মকর্তা হিসেবে কাজ করেননি। তিনি সকলকে নিজের আপন মানুষ ভেবে কাজ করেছেনে এবং সেটা সবার চোখেও পরেছে। দীর্ঘ এই সময়ে কেবল প্রশংসিত হয়েছেন তা নয়, কখনও সমালোচিতও হয়েছেন তিনি। তবুও মানবতার ক্ষেত্রে চুল পরিমান ঘাটতি রাখেননি এই ইউএনও।
অনুষ্ঠানের শেষে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের নেতৃবৃন্দরা ফুল দিয়ে বিদায় সংবর্ধনা জানান ইউএনও কে.এম.ইয়াসির আরাফাতকে।
উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ,সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্হিত ছিলেন।এর পরে উপজেলা শিক্ষা পরিবারের পক্ষথেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।