আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

নিবন্ধন ছাড়া নৌযান চলতে পারবে না–ইউএনও এ এইচ ইরফান উদ্দিন আহমেদ

বিজয়নগর 13 September 2021 ৩৯৯

বিজয়নগর।।

নৌপথে নৌ দুর্ঘটনা রোধকল্পে এবং বহুল প্রচার ও জনসচেতনতায় বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ এইচ ইরফান উদ্দিন আহমেদ বলেন প্রতিটা নৌযানকেই নিবন্ধন করতে হবে কেউ আইনের উর্ধে নয়।নৌঘাট সকলের জন্য উন্মুক্ত। নিবন্ধন ছাড়া নৌযান চলতে পারবে না এবং অতিরিক্ত যাত্রী বোঝাই করা যাবে না। আজ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম ভূঞা, সাধারণ সম্পাদক ও সবেক সফল উপজেলা চেয়ারম্যান এডভোকেট তানভীর ভূঞা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাবেয়া আসফার সায়মা, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর জাহান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন্নাহার টুনী, পত্তন ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তাজুল ইসলামসহ পুলিশ প্রশাসন, ইউপি চেয়ারম্যানবৃন্দ, ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্র্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্হিত ছিলেন।