
নাসিরনগর।।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গলায় কমলার টুকরা আটকে চৈতী নামে এক বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গত রোববার সন্ধ্যায় উপজেলার গোয়ালনগর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু চৈতী গোয়ালনগর গ্রামের লিটন সরকারের মেয়ে।
চৈতীর পিতা লিটন সরকার জানান, রোববার সন্ধ্যার দিকে চৈতিকে কমলা খেতে দেয় তার মা। এসময় এক টুকরা কমলা তার গলায় আটকে যায়। এতে দম বন্ধ হয়ে চৈতী অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষনিক চৈতীকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।