
নাসিরনগর।।
২৯ সেপ্টেম্বর ২য় ধাপের নির্বাচনী তফসিল ঘোষনা করেছেন বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। তফসিল ঘোষনার পর থেকে শুরু হয় নির্বাচনী আনা গোনা। ১৭ অক্টোবর ছিল নাসিরনগরে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করা যাবে না বলে ঘোষনা থাকলেও নাসিরনগরের১৩টি ইউনিয়নের মাঝে ১২টিতেই বিএনপির নেতারা খোলস পাল্টিয়ে নির্দলীয় প্রাথী হিসেবে নতুন রূপে মনোনয়ন পত্র জমা দিয়েছে। গোকর্ণ ইউনিয়ন থেকে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম,এ হান্নান ও বুড়িশ্বর ইউনিয়ন থেকে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ইকবাল চৌধুরীও মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এ নিয়ে নাসিরনগরে ভোটের মাঠে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। বিএনপির প্রার্থী ছাড়াও ৭ ইউনিয়নে আওয়ামীলীগের ২০ জন বিদ্রোহী প্রার্থী মনোনয়ন জমা দিয়েছে। তাছাড়াও জাতীয় পার্টি প্রার্থী ৭ জন, ইসলামী আন্দোলনের ৫ জন, জাকের পার্টির ১ প্রার্থী রয়েছে। নির্বাচনে তুমুল প্রতিদ্বন্ধীতা হবে বলে প্রত্যাশা জনগণের। বিএনপি নেতাদের অংশগ্রহণের বিষয়ে জানতে চাইলে, উপজেলা বিএনপির সাবেক সম্পাদক এম,এ হান্নান বলেন, দেড় বছর যাবৎ উপজেলা বিএনপির কমিটি নেই। তাই নির্বাচন করতে বাঁধা থাকার কথা নয়। বিদ্রোহী প্রার্থীর বিষয়ে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন বলেন, ২৬ অক্টোবর মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন। আওয়ামীলীগের যারা মনোনয়ন পত্র প্রত্যাহার না করবেন, তাদের দল থেকে বহিস্কার করা হবে না জানান এ নেতা। তাছাড়াও দুই আওয়ামীলীগ প্রার্থী উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ধরমন্ডল ইউপি চেয়ারম্যান বাহার উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মাদক ও র্যাব এসল্ট ও পূর্বভাগ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আক্তার মিয়ার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। উপজেলা বিএনপির যেসব নেতারা নির্দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন তারা হলেন- উপজেলা জাসাসের সাবেক সাধারণ সম্পাতক হাসানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ইকবাল চৌধুরী, সাবেক সহ সভাপতি মোঃ ওমরাও খান,ধরমন্ডল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক শফিকুল ইসলাম,ফান্দাউক ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, উপজেলা যুবদল কর্মী শামছুল আরেফীন, উপজেলা বি,এনপির সাবেক সভাপতি মোহাম্মদ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মোঃ জামাল মিয়া, উপজেলা বিএনপির সদস্য মোঃ শামছুল হক, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফয়েজ উদ্দিন ভূইয়া, উপজেলা বিএনপি কর্মী মোজাম্মেল হক। ২১ অক্টোবর ২০২১ রোজ বৃহস্পতিবার ছিল মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ের শেষ দিন। ২৪ অক্টোবর ২০২১ রোজ রবিবার মনোনয়ন পত্র প্রত্যাহার, ২৬ অক্টোবর প্রতীক বরাদ্দ ও ১১ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।