আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

ব্রাহ্মণবাড়িয়া ডিসির মোবাইল নম্বর ক্লোন করা হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া সদর 22 October 2021 ৩৪৯

ব্রাহ্মণবাড়িয়া।।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক স্ট্যাটাসে দেখা যায় যে,
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খানের দাপ্তরিক মোবাইল নম্বর ক্লোন করা হয়েছে বলে জানা গেছে। আজ শুক্রবার ২২ অক্টোবর সকালে জেলা প্রশাসকের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক স্ট্যাটাসে বিষয়টি জানিয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে।
এ বিষয়ে হায়াত উদ-দৌলা খান বলেন, দাপ্তরিক মুঠোফোন নম্বরটি ক্লোন করে বিভিন্ন জায়গায় কল করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। বিষয়টি সন্দেহ হলে আমাকে ফোনকল দিয়ে বেশ কয়েকজন জানিয়েছেন। সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে বলেছি। এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হবে।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি এমরানুল ইসলাম বলেন, জেলা প্রশাসকের মোবাইল নম্বর ক্লোনের বিষয়টি আমরা অবগত নই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে