
ব্রাহ্মণবাড়িয়া।।
মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কাউতলী এলাকায় চাচাতো ভাইয়ের সঙ্গে মাছ ধরতে গিয়ে। শনিবার ৩০ অক্টোবর বেলা সাড়ে ১১টার দিকে উষা রঞ্জন বসাকের ছেলে মৃত সজীব বসাক (১০)। সজীব বসাকের চাচাতো ভাই জনি বসাক জানান, আজ সকালে জেলা শহরের কাউতলী ব্রিজের নিচে নৌকায় বসে কুরুলিয়া খালে মাছ ধরছিলেন তারা। এ সময় মাছ ধরতে গিয়ে অসাবধানতা বসত সজীব নৌকা থেকে খালের পানিতে পড়ে যায়। স্থানীয়রা অনেকক্ষণ খোঁজাখুঁজির পর সজীবকে পানি থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. মো. সাব্বির আহম্মেদ বলেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই সে মারা যায়।