আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

বাঞ্ছারামপুরে সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় মা-ছেলে আটক

বাঞ্ছারামপুর, সারাদেশ 3 November 2021 ২৫৫

বাঞ্ছারামপুর।।

বাঞ্ছারামপুরে গাছের সঙ্গে বেঁধে সংখ্যালঘু নিরীহ যুবককে নির্যাতন করায় মা ও ছেলেকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার ২ নভেম্বর দুপুরে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- অঞ্জনা বেগম ও তার ছেলে রাহিম মিয়া। গত সোমবার ১ নভেম্বর রাতে নির্যাতিত যুবক রতন দাস বাদী হয়ে থানায় মামলা করেন।
মামলা সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ গ্রামের মধ্যপাড়ার প্রবাসী কামাল মিয়ার স্ত্রী অঞ্জনা বেগম প্রতিবেশী রতন দাসের বসতবাড়ি ক্রয় করতে দীর্ঘদিন ধরে রতন দাসকে চাপ দিয়ে আসছিল। রতন দাস বসতবাড়ি বিক্রি করতে রাজি না হওয়ায় সোমবার ১ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে অঞ্জনা বেগম ও তার ছেলে রাহিম মিয়া রতনকে তার বাড়ি থেকে ধরে নিয়ে গাছের সঙ্গে বেঁধে তিন সন্তানের সামনে মারধর করেন। পরে ত এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এব্যাপারে বাঞ্ছারামপুর থানার ওসি রাজু আহমেদ জানান, যুবককে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত মা-ছেলেকে আটক করা হযেছে।