
ঢাকা।।
ডিজেল-কেরোসিন ও টিসিবি পণ্যের মূল্য বৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির আহবায়ক জননেতা রেজাউর রশীদ খান।
এক বিবৃতিতে ডিজেল, কেরোসিন ও টিসিবি’র পণ্যের মূল্য বৃদ্ধির অযৌক্তিক সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে রেজাউর রশীদ আরো বলেন, ডিজেল ও কেরোসিন লিটার প্রতি ৬৫ টাকা থেকে ১৫ টাকা বাড়িয়ে ৮০ টাকা এবং টিসিবি প্রতিলিটার সয়াবিন তেল ১০ টাকা, চিনি ও ডাল কেজি প্রতি ৫ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে যা অত্যন্ত অযৌক্তিক। করোনা মহামারি ও নিত্য পণ্যের মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষ এমনিতেই দিশেহারা, সরকার জনগণের পাশে থাকবে কি, উল্টো সরকার ডিজেল ও কেরোসিনের মূল্য বৃদ্ধি ঘটিয়ে যাত্রী ও পণ্য পরিবহন এবং কৃষির সেচ খরচ বৃদ্ধি করলো। এর ফলে দেশের প্রায় ৯৫ ভাগ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। টিসিবির দায়িত্ব সাধারণ মানুষকে মূল্য বৃদ্ধির কষাঘাত থেকে সুরক্ষা দেয়া। কিন্তু সুরক্ষার বদলে টিসিবি নিজেই একটি মুনাফালোভী বাণিজ্যিক প্রতিষ্ঠানের মত আচরণ করছে।
বিবৃতিতে তিনি বলেন, ভারতে শুল্ক কমিয়ে জ্বালানি তেলের দাম কমানো হয়েছে আর আমাদের দেশে মূল্য বৃদ্ধি করা হলো।