আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

ডিশের তার প্যাচিয়ে আখাউড়ায় যুবক নিহত

আখাউড়া 6 November 2021 ২৩২

আআখাউড়া।।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাস্তায় ঝুলে থাকা ডিশের তারে প্যাচিয়ে সড়ক দুর্ঘটনায় শরীফুল ইসলাম (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।শনিবার ভোর রাতে আখাউড়া উপজেলার শৌন লৌহঘর এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহত শরীফুল উপজেলার ধরখার ইউনিয়নের ঘোলখার গ্রামের মৃত ইসমাঈল মিয়ার ছেলে। আখাউড়া থানার উপ-পরিদর্শক মো.জাকির হোসেন জানান, শরীফুল পেশায় একজন মাইক্রো গাড়ি চালক। উপজেলার মোগড়া বাজার ভাড়া বাসা থেকে ভোররাতে মোটরসাইকেলে করে গাড়ি (মাইক্রো) আনতে মালিকের বাড়ি যাচ্ছিল। এসময় শৌন লৌহঘর এলাকায় পৌঁছলে রাস্তায় ঝুলে থাকা ডিশের তারে প্যাচিয়ে মোটরসাইকেল নিয়ে সড়কে ছিটকে পড়েন। এতে তিনি গুরুতর আহত হন। দীর্ঘক্ষণ অজ্ঞান হয়ে পড়ে থাকার পর স্থানীয়দের সহযোগিতায় টহল পুলিশ আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে স্বজনরা সকালে ব্রাহ্মণবাড়িয়া নেয়ার পথে তার মৃত্যু হয় বলে ওই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।