
ব্রাক্ষণবাড়িয়া।।
পুকুরের পানিতে ডুবে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।আজ সোমবার ৮ নভেম্বর বেলা সাড়ে ১২টার দিকে ব্রাক্ষণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের রাধিকা গ্রামে এ ঘটনা ঘটে। রাধিকা গ্রামের হিমেল হোসেনের কন্যা নাদিয়া আক্তার (৩)। একশিশুর স্বজন ও এলাকাবাসী জানান, সোমবার দুপুরে বাড়ীর পাশের পুকুরের গোসল করতে গিয়েছিল নাদিয়া। এক পর্যায়ে সবার অজান্তে হঠাৎ করে নাদিয়া পুকুরের পানিতে তলিয়া যায়। পরে পরিবারের লোকেরা পুকুরের পানিতে নেমে তাকে অনেক খোঁজাখুঁজি করেও নাদিয়ার সন্ধান পাইনি। এক-পর্যায়ে নাদিয়ার দেহ পুকুরের দক্ষিণ পাড়ে ভেসে ওঠে।
এব্যাপারে সদর মডেল থানার ওসি এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটি কন্যাশিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে বলে জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে মৃত্যুর ব্যাপারে এখন কোন অভিযোগ পাওয়া যায়নি।