আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক মাদ্রাসার ছাত্রের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া সদর 9 November 2021 ২৪৬

ব্রাহ্মণবাড়িয়া।।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় মোটরসাইকেল ও সিনএজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক মাদ্রাসার ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (৮ নভেম্বর) সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে উপজেলার নন্দনপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. আল-আমিন খান জেলার বিজয়নগর উপজেলার সিরাজ খানের ছেলে। আল আমিন খান আশুগঞ্জ বাজারের একটি মাদরাসায় পড়াশুনা করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় জেলা সদর থেকে এক সহপাঠির সঙ্গে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি বিজয়নগরে যাচ্ছিলেন আল-আমিন। পথে নন্দনপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় আল-আমিন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার সাব্বির আহম্মেদ জানান, মাথায় গুরুতর আঘাত থাকা ওই ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়। মাথা দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তিনি মারা যান।
এ ব্যাপারে খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ওসি মো. শাহজালাল আলমের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পরিবারের লোকজন এসে লাশ শনাক্ত করেন।