আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

ফেসবুকে স্ট্যাটাসে ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় যুবক গ্রেপ্তার

নাছিরনগর, ব্রাহ্মণবাড়িয়া সদর 10 November 2021 ২৬৩

ব্রাক্ষণবাড়িয়া।।

ফেসবুকে স্ট্যাটাসে ধর্মীয় অনুভূতিতে ‘আঘাত করার’ অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আজ বুধবার ১০ নভেম্বর শহরের পৌর এলাকার ভাদুঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আবুল কাশেম জেলার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের বুড়িশ্বর গ্রামের বাবুল মিয়ার ছেলে। পুলিশ জানায়, আবুল কাশেম নিজের ফেসবুক আইডি থেকে প্রায়ই বিভিন্ন ধর্মের বিষয় নিয়ে ফেসবুকে উস্কানিমূলক স্ট্যাটাস দিয়ে আসছিলো। নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গত ২৫ অক্টোবর বুড়িশ্বর ঈদগাহ মাঠে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় পবিত্র কোরআন তেলাওয়াতের পর কেন গীতা পাঠ করা হলো তা নিয়ে আবুল কাশেম তার ফেসবুক আইডি থেকে আপত্তিকর স্ট্যাটাস দেন। এ নিয়ে এলাকার হিন্দু সম্প্রদায়ের মধ্যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। বিষয়টি জেলা পুলিশের নজরে এলে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোররাতে ভাদুঘর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান বলেন, রাষ্ট্রীয় শৃঙ্খলা বিরোধী ও ধর্মীয় উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।