
বাঞ্ছারামপুর।।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় আপন মামাকে বালিশ চাপা দিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার রাতে ঢাকার একটি হাসপাতালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মোখলেছ মিয়া(৪৫) উপজেলার সদর ইউনিয়নের খোষকান্দি গ্রামের লতিফ মিয়ার ছেলে । তার আপন ভাগিনা সাইদুর মিয়ার হাতে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় খুন হয়েছেন তিনি। হত্যারকারী সাইদুর মিয়া (৩২) একই ইউনিয়নের ভবনাথপুর গ্রামের হানিফ মিয়ার ছেলে। হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ঢাকার একটি হাসপাতালে বালিশ চাপা দিয়ে তারই আপন মামাকে হত্যা করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে । এই ঘটনার পর থেকেই সাইদুর মিয়া পলাতক রয়েছেন । এঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। নিহত মোখলেছ মিয়ার হত্যাকারী সাইদুর মিয়াকে দ্রুত গ্রেফতার করে তাকে আইনের আওতায় আনার দাবি স্থানীয় এলাকাবাসীর।
এব্যাপারে বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ রাজু আহম্মেদ বিষয়টি নিশ্চিত হয়ে বলেন,ঘটনাটি আমি শুনেছি। লাশ ঢাকা থেকে আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।