আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

সরাইলে ভাগিনার ছুরিকাঘাতে মামা খুন

সরাইল 17 November 2021 ২৩২

সরাইল।।
সরাইলে ভাগিনার ছুরিকাঘাতে মামা মাহমুদ মিয়া (৩০) খুন হয়েছে। অভিযুক্ত ভাগীনাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সরাইল উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামে ১৬ নভেম্বর মঙ্গলবার রাত ৩টার দিকে আলমগীর মিয়াকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে সরাইল থানার ওসি আসলাম হোসেন।
নিহত মাহমুদ মিয়ার বাড়ি সৈয়দটুলা দক্ষিণ পাড়া এলাকায়। পরিবারের বরাত দিয়ে ওসি আসলাম হোসেন জানান, সৈয়দটুলা গ্রামের দক্ষিণ পাড়ার আলমগীর ও তার ভাই আনোয়ারের মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় ঝগড়া হয়। খবর পেয়ে তাদের মামা মাহমুদ মিয়া মীমাংসা করতে সেখানে যান। বিবাদ মেটানোর চেষ্টা করলে একপর্যায়ে আলমগীর উত্তেজিত হয়ে মামাকে ছুরিকাঘাত করেন।
গুরুতর আহত অবস্থায় মাহমুদকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে ঢাকায় পাঠান। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে মৃত্যু হয়। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।