আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

সরাইলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

সরাইল 30 November 2021 ২৭৪

সরাইল।।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। আজ মঙ্গলবার ৩০ নভেম্বর রাত ৮টায় সরাইল উপজেলার ধরন্তি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে,নাসিরনগর উপজেলার সদরের ডাকবাংলো এলাকার জিল্লু চৌধুরীর ছেলে সোহান চৌধুরী(২৭)নিহত হয়।প্রত্যক্ষদর্শী আনিক হোসেন মৃধা বলেন, রাত ৮টার দিকে বড় একটি ট্রাক শহরের দিকে আসার পথে মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। ঘাতক ট্রাকটিকে সরাইলে আটক করা হয়েছে।সরাইল থানার ওসি আসলাম হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।