
ব্রাক্ষণবাড়িয়া।।
সড়কের পাশ থেকে অজ্ঞাত এক যুবকেরর লাশ উদ্ধার। শনিবার বিকেলে ব্রাক্ষণবাড়িয়া সদর উপজেলার আখাউড়া-সুলতানপুর সড়কের চিনাইর টেকনিক্যাল ইনস্টিটিউটের সামনে থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সড়কে কোনো এক যানবাহনের নিচে চাপা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে।