আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

নবীনগরে গাছের ডাল ভেঙে বৃদ্ধা নিহত

নবীনগর 6 December 2021 ২৩৫

নবীনগর।।

নবীনগরে গাছের ডাল ভেঙে মাথায় পড়ে এক বৃদ্ধা নিহত হয়েছেন।আজ সোমবার বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর পৌর এলাকার ভোলাচংয়ে সড়ক ও জনপথ বিভাগের গাছের ডাল ভেঙে এই দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় সখিনা (৪০) ও শরীফ (৩৫) নামের দুইজন আহত হয়েছেন। নিহত রহিমা বেগম (৬৫)একই এলাকার মৃত কাদির মিয়ার স্ত্রী।
নবীনগর পৌরসভা মেয়র অ্যাডভোকেট শিবশঙ্কর দাস জানান, রহিমা বেগম তার মেয়েকে বাসে উঠিয়ে দিতে সড়কে এসেছিলেন। এ সময় সড়কের পাশে থাকা শুকনো মরা গাছের একটি অংশ তার ওপর ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই রহিমা মারা যান। এই ঘটনায় সড়কের পাশ দিয়ে যাওয়া এক যুবক ও এক নারী আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নবীনগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) নূরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবার চাচ্ছেন ময়নাতদন্ত ছাড়া তার মরদেহ নিয়ে যেতে। সেক্ষেত্রে তাদের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে বলা হয়েছে।