আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

চান্দুরার কালীসীমায় চেয়ারম্যান প্রার্থী মন্ত’র গণসংযোগ করলেন জেলা ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দরা

বিজয়নগর 18 December 2021 ৩৭১

বিজয়নগর।।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মনোনীত চান্দুরা ইউপি চেয়ারম্যান প্রার্থী সঞ্জয় রায় পোদ্দার (মন্ত) কালিসীমা গ্রামে গনসংযোগ করেন ব্রাহ্মনবাড়িয়া জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এডঃ কাজী মাসুদ আহম্মেদ ও সাধারন সম্পাদক আবু সাঈদ খান,বিজয়নগর ওয়ার্কার্স পার্টির সাধারন সম্পাদক দীপক চৌধূরী বাপ্পীসহ জেলার নেতা-কর্মীরা এ সময় উপজেলার নেতৃবৃন্দরা ও উপস্হিত থেকে কালিসীমার গ্রামবাসীদের কাছে মন্ত’র জন্য দোয়া ও হাতুড়ী মার্কায় ভোট চান তারা।নেতৃবৃন্দরা কালীসীমা গ্রামের প্রত্যেক ভোটারদের কাছে কাছে যান হাতুড়ী মার্কা নিয়ে। তারা গণসংযোগ কালে বলেন মন্ত আপনাদের সন্তান তাকে একটি বারের জন্য নির্বাচিত করুন যদি ভাল কাজ করে রাখবে আর ভাল কাজ না করলে আপনারা দিবায় করে দিবেন।জনগনই হচ্ছে সকল ক্ষমতার উৎস।আপনরা একটি হাতুড়ী মার্কায় ভোট দিয়ে এলাকার উন্নয়ন করার সুযোগ করে দেওয়ার আহবান জানান। গণসংযোগ কালে মন্ত বলেন আমি এই ইউনিয়নের উন্নয়নের জন্য চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি আপনরা হাতুড়ী মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করুন,আমি সব সময় আপনাদের পাশে থাকতে চাই।