আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

নবীনগরে জোরা খুনের ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নবীনগর, সারাদেশ 22 December 2021 ২৭৩

নবীনগর।।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের নাটঘরের জোড়া খুনের ঘটনায় কসবার বিদ্যানগর থেকে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আশরাফুল ইসলাম রাব্বীকে (৩৭) গ্রেপ্তার করে পুলিশ। আজ বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হচ্ছে। হত্যাকাণ্ডের বিষয়ে আদালতে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে পারে বলে জানিয়েছে পুলিশ। রাব্বী জেলা শহরের কাজীপাড়া হাজীবাড়ির মৃত মোমিনুল ইসলামের ছেলে।তার মা রাহেলা ইসলাম পৌরসভার সাবেক সংরক্ষিত নারী কাউন্সিলর।
পুলিশ জানায়, কসবার বিদ্যানগর গ্রাম থেকে মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতে পালিয়ে যাওয়ার জন্যে সেখানে অবস্থান করছিলো সে। ইতিমধ্যে পুলিশের কাছে হত্যার ঘটনার বিস্তারিত জানিয়েছে সে।
গত ১৭ই ডিসেম্বর রাতে নবীনগরের নাটঘরের কুড়িঘর গ্রামে গুলিতে খুন হন চেয়ারম্যান প্রার্থী এরশাদুল হক ও তাকে বহনকারী মোটর সাইকেল চালক বাদল সরকার। এ ঘটনায় অপর ২ চেয়ারম্যান প্রার্থীসহ ১৫ জনকে আসামি করে নবীনগর থানায় মামলা দেন নিহতের ভাই আক্তারুজ্জামান। পুলিশ এ ঘটনায় রাব্বীসহ ২ জনকে গ্রেপ্তার করে।নবীনগর থানার ওসি আমিনুর রশিদ ২ জনকে গ্রেপ্তারের কথা নিশ্চিত করেন।