আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

স্বামীর সাথে অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

আখাউড়া 6 January 2022 ২৭৯

আখাউড়া।।

আখাউড়ায় স্বামীর সাথে অভিমান করে স্ত্রীর আত্মহত্যা করেছে। গত বুধবার দিবাগত রাতে আখাউড়া দক্ষিণ ইউনিয়নের ছোট কুড়িপাইয়াকা গ্রামের আমজাদ হোসেনর স্ত্রী ফরিদা আক্তার (৩০)।
নিহত ওই নারী আখাউড়া দক্ষিণ ইউনিয়নের ছোট কুড়িপাইয়াকা নামক এলাকার আমজাদ হোসেনের স্ত্রী। আমজাদ হোসেন পেশায় একজন সিএনজিচালক।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, পারিবারিক কলহের জের ধরে স্বামীর সঙ্গে অভিমান করে ওই নারী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের স্বামী আমজাদ হোসেন বলেন, ‘আমারদের মধ্যে এমন কোনো সমস্যা হয়নি যে, সে আত্মহত্যা করতে হবে। পারিবারিক বাগ্‌বিতণ্ডাকে কেন্দ্র করেই সে আমার সঙ্গে অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছে।’
আখাউড়া থানার পুলিশ জানায়,বুধবার রাত ১১টার দিকে ওই নারীর স্বামী বাসায় খাবার খেতে গেলে তাঁদের দুজনের মধ্যে পারিবারিক বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে স্বামী রুম থেকে বেরিয়ে যান। এই সুযোগে ওই নারী বিষপানে আত্মহত্যা করে।
আখাউড়া থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘একটি আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে আমরা শুনেছি। তবে বিষয়টি নিয়ে পরিবারের পক্ষ থেকে কোনো প্রকার অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।