আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় শনাক্ত ১৩ ॥ সুস্থ ১০

ব্রাহ্মণবাড়িয়া সদর 9 February 2022 ২৭৬

ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়ায় ১৭২ জনের নমুনা পরীক্ষার ফলাফলে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৩ জন। এদিন সংক্রমণের হার ছিল ৭ দশমিক ৫৬ শতাংশ। এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাসে সর্বমোট আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৩শ’ ৫২ জন।  এদিনও জেলায় সর্বোচ্চ ৭ জন নিয়ে জেলার সদর উপজেলা তালিকার উপরে। এ নিয়ে সদর আক্রান্ত হয়েছেন ৫ হাজার ১শ’ ৬৮ জন। এদিকে সর্বশেষ ২৪ ঘণ্টায় ব্রাহ্মণবাড়িয়ায় সেলফ আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১০ জন। এর মধ্যে হাসপাতাল আইসোলেশন থেকে সুস্থ হয়েছেন ১ জন। বাকিরা সবাই ছিলেন ব্যক্তিগত আইসোলশনে। সবমিলিয়ে জেলায় কোভিডের চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১২ হাজার ২শ’ ২৭ জন। বুধবার (০৯ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন অফিসের ফেসবুক পেইজে তথ্য বিবরণীর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জেলা সিভিল সার্জন কার্যালয় জানায়- বুধবার সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় করোনাভাইরাসের ১৭২টি নমুনা সংগ্রহসহ এ যাবত সংগৃহীত নমুনার সংখ্যা ৮২ হাজার ১৪টি। এর মধ্যে ৮২ হাজার ৯টি নমুনা পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯৪১ জন রোগী আইসোলেশনে থেকে চিকিৎসা গ্রহণ করছেন। এর মধ্যে ৯শ’ ৩৬ জন রোগী সেলফ আইসোলেশনে ও ৫ জন রোগী হাসপাতাল আইসোলেশনে চিকিৎসাধীন।
ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়- সর্বশেষ ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টারের পিসিআর, ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল, ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের পিসিআর ল্যাবে ১৭২টি পরীক্ষায় শনাক্ত হওয়া ১৩ জনের মধ্যে সদর উপজেলার ৭ জন, বাঞ্ছারামপুরে ৩ জন, সরাইল, নবীনগর ও আখাউড়া উপজেলায় ১ জন করে ৩ জন। একই সময়ে সুস্থ হওয়া ১০ জনের মধ্যে ৬ জন সদরের ও ৪ জন আশুগঞ্জ উপজেলার।
সিভিল সার্জন অফিসের তথ্যমতে, সর্বমোট হিসাবে ব্রাহ্মণবাড়িয়ায় আক্রান্ত ১৩,৩৫২ জনের মধ্যে সদর উপজেলায় ৫১৬৮ জন, নাসিরনগরে ৩৭৩ জন, সরাইলে ৭৭৫ জন, আশুগঞ্জে ১২৭২ জন, বিজয়নগরে ৪০৫ জন, নবীনগরে ১৯৫২ জন, আখাউড়ায় ৬৪২ জন, কসবায় ১৮৭৯ জন ও বাঞ্ছারামপুরে ৮৮৬ জন। জেলায় সর্বমোট সুস্থ হওয়া ১২২২৭ জনের মধ্যে সদর উপজেলায় ৪৭৪৩ জন, নাসিরনগরে ৩৩৬ জন, সরাইলে ৭০৮ জন, আশুগঞ্জে ১০৭৭ জন, বিজয়নগরে ৩৬২ জন, নবীনগরে ১৮১০ জন, আখাউড়ায় ৫৭৯ জন, কসবায় ১৭৯৪ জন ও বাঞ্ছারামপুরে ৮১৮ জন। জেলায় সর্বমোট মৃত্যুবরণ করা ১৮৪ জনের মধ্যে সদর উপজেলায় ৪৮ জন, নাসিরনগরে ৫ জন, সরাইলে ২৪ জন, আশুগঞ্জে ২০ জন, বিজয়নগরে ৬ জন, নবীনগরে ৪৭ জন, আখাউড়ায় ২০ জন, কসবায় ৮ জন ও বাঞ্ছারামপুরে ৬ জন।