আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ায় করোনা পরীক্ষায় শনাক্ত ২৯ ॥ সুস্থ ৩৬

সারাদেশ 17 February 2022 ১৮৮

ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়ায় নমুনা পরীক্ষার হার বাড়লেও কমে আসছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত দুইদিন ব্রাহ্মণবাড়িয়ায় সংক্রমণ উর্ধ্বগতি থাকলেও গতকাল তা কমে এসেছে। সরকার-বেসরকারি ল্যাবরেটরিতে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গত বুধবার বিকেল থেকে গতকাল বিকেল পর্যন্ত) ৩৩৯টি নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছেন ২৯ জন। এতে সংক্রমণের হার ছিল ৮ দশমিক ৫৫ শতাংশ। এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাসে সর্বমোট আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৫শ’ ৫৯ জন। এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সেলফ ও হাসপাতাল আইসোলেশন থেকে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৩৬ জন। এ সপ্তাহের গত সোমবার থেকে ক্রমেই বাড়ছিল সুস্থতার সংখ্যা। এই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে গতকাল পর্যন্তও। এ নিয়ে জেলায় সুস্থ হলেন ১২ হাজার ৪শ’ ৫৩ জন। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন অফিসের ফেসবুক পেইজে তথ্য বিবরণীর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জেলা সিভিল সার্জনের অফিসের সূত্রমতে- সর্বশেষ ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টারের পিসিআর, ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল, ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের পিসিআর ল্যাবে ৩০৭টি পরীক্ষার ফলাফলে শনাক্ত হওয়া ২৯ জনের মধ্যে ১৮ জনই জেলার সদর উপজেলার বাসিন্দা। বাকি ১১ জনের মধ্যে ১০ জন আশুগঞ্জ ও ১ জন আখাউড়া উপজেলার বাসিন্দা। একই সময়ে সুস্থ হওয়া ৩৬ জনের মধ্যে ২৪ জন জেলার সদর ও ১২ জন জেলার আশুগঞ্জ উপজেলার বাসিন্দা।
জেলা সিভিল সার্জন কার্যালয় জানায়- সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় করোনাভাইরাসের ৩৩৯টি নমুনা সংগ্রহসহ এ যাবত সংগৃহীত নমুনার সংখ্যা ৮৪ হাজার ৬৯টি। এর মধ্যে ৮৪ হাজার ৬৪টি নমুনা পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯২১ জন রোগী আইসোলেশনে থেকে চিকিৎসা গ্রহণ করছেন। এর মধ্যে ৯শ’ ১৭ জন রোগী সেলফ আইসোলেশনে ও ৪ জন রোগী হাসপাতাল আইসোলেশনে চিকিৎসাধীন।
ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, সর্বমোট হিসাবে ব্রাহ্মণবাড়িয়ায় আক্রান্ত ১৩,৫৫৯ জনের মধ্যে সদর উপজেলায় ৫৩১০ জন, নাসিরনগরে ৩৮২ জন, সরাইলে ৭৭৭ জন, আশুগঞ্জে ১৩০০ জন, বিজয়নগরে ৪১৩ জন, নবীনগরে ১৯৬২ জন, আখাউড়ায় ৬৪৪ জন, কসবায় ১৮৮০ জন ও বাঞ্ছারামপুরে ৮৯১ জন। জেলায় সর্বমোট সুস্থ হওয়া ১২,৪৫৩ জনের মধ্যে সদর উপজেলায় ৪৯১৩ জন, নাসিরনগরে ৩৩৬ জন, সরাইলে ৭০৮ জন, আশুগঞ্জে ১১৩৩ জন, বিজয়নগরে ৩৬২ জন, নবীনগরে ১৮১০ জন, আখাউড়ায় ৫৭৯ জন, কসবায় ১৭৯৪ জন ও বাঞ্ছারামপুরে ৮১৮ জন। জেলায় সর্বমোট মৃত্যুবরণ করা ১৮৫ জনের মধ্যে সদর উপজেলায় ৪৮ জন, নাসিরনগরে ৫ জন, সরাইলে ২৫ জন, আশুগঞ্জে ২০ জন, বিজয়নগরে ৬ জন, নবীনগরে ৪৭ জন, আখাউড়ায় ২০ জন, কসবায় ৮ জন ও বাঞ্ছারামপুরে ৬ জন।