আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ায় এক হাজতির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া সদর, সারাদেশ 24 February 2022 ২০৯

ব্রাহ্মণবাড়িয়া।।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাজতী আকমল (২৬) মারা যায়। তিনি হত্যা মামলায় ২০২০ সাল থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে হাজতি হিসেবে ছিলেন।তার নরসিংদী জেলার রায়পুরার মৃত আব্দুল খালেকের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া জেল সুপার ইকবাল হোসেন জানান, নবীনগরের একটি হত্যা মামলায় আকমল ২০২০ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে হাজতি হিসেবে ছিলেন। সকালে তার বুকে ব্যথা শুরু হলে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে ভর্তির কিছু পর আকমল মারা যায়। ময়নাতদন্তের জন্য হাসপাতাল তার মরদেহ মর্গে রাখা হয়েছে।