
ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাসে শনাক্তহীন একটি দিন পার করার পরদিন শনাক্ত হয়েছেন ৭ জন। এদিন ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টারের পিসিআর, ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল, ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের পিসিআর ল্যাবে ১২৭ জনের নমুনা পরীক্ষার ফলাফলে সংক্রমণের হার ছিল ৫ দশমিক ৫১ শতাংশ। নিম্নমুখী সংক্রমণের হার ব্রাহ্মণবাড়িয়ায় চলছে গত সপ্তাহ থেকে। এ সপ্তাহের শুরুতে গতকালও এ ধারা অব্যাহত রয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় (গত শুক্রবার বিকেল থেকে গতকাল বিকেল পর্যন্ত) নতুন ৭ জনসহ এ যাবত ব্রাহ্মণবাড়িয়া জেলায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৬শ’ ১৮ জন। এদিকে একই সময়ে জেলায় সেলফ ও হাসপাতাল আইসোলেশন থেকে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৩৫ জন। এ নিয়ে জেলায় সুস্থ হয়েছেন ১২ হাজার ৬শ’ ৭৪ জন। এ যাবত জেলায় করোনাক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা আগের মতই- ১৮৫। শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন অফিসের ফেসবুক পেইজে দেয়া তথ্য বিবরণীতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জেলা সিভিল সার্জন কার্যালয় জানায়- ব্রাহ্মণবাড়িয়ায় সর্বশেষ ৭ জনের মধ্যে শনাক্ত হওয়া ৫ জনই জেলার সদর উপজেলার বাসিন্দা। বাকি ১ জন আশুগঞ্জ ও অপরজন বিজয়নগর উপজেলার বাসিন্দা। এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদরে ৫ হাজার ৩শ’ ৪৯ জন, আশুগঞ্জে ১ হাজার ৩শ’ ৩ জন ও বিজয়নগরে ৪শ’ ১৯ জন। একই সময়ে সুস্থ হওয়া ৩৫ জনের ২৩ জনই জেলার সদর উপজেলার বাসিন্দা। বাকি ১২ জন আশুগঞ উপজেলার বাসিন্দা। এ নিয়ে সদরে সুস্থ হয়েছেন ৫ হাজার ৫৫ ও আশুগঞ্জে ১ হাজার ২শ’ ১০ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় করোনাভাইরাসের ১২৭টি নমুনা সংগ্রহসহ এ যাবত সংগৃহীত নমুনার সংখ্যা ৮৫ হাজার ৭৩টি। এর মধ্যে ৮৫ হাজার ৬৮টি নমুনা পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭৫৯ জন রোগী সেলফ আইসোলেশনে থেকে চিকিৎসা গ্রহণ করছেন।
ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, সর্বমোট হিসাবে ব্রাহ্মণবাড়িয়ায় আক্রান্ত ১৩,৬১৮ জনের মধ্যে সদর উপজেলায় ৫৩৪৯ জন, নাসিরনগরে ৩৯০ জন, সরাইলে ৭৭৭ জন, আশুগঞ্জে ১৩০৩ জন, বিজয়নগরে ৪১৯ জন, নবীনগরে ১৯৬২ জন, আখাউড়ায় ৬৪৪ জন, কসবায় ১৮৮০ জন ও বাঞ্ছারামপুরে ৮৯৪ জন। জেলায় সর্বমোট সুস্থ হওয়া ১২,৬৭৪ জনের মধ্যে সদর উপজেলায় ৫০৫৫ জন, নাসিরনগরে ৩৩৬ জন, সরাইলে ৭০৮ জন, আশুগঞ্জে ১২১০ জন, বিজয়নগরে ৩৬৪ জন, নবীনগরে ১৮১০ জন, আখাউড়ায় ৫৭৯ জন, কসবায় ১৭৯৪ জন ও বাঞ্ছারামপুরে ৮১৮ জন। জেলায় সর্বমোট মৃত্যুবরণ করা ১৮৫ জনের মধ্যে সদর উপজেলায় ৪৮ জন, নাসিরনগরে ৫ জন, সরাইলে ২৫ জন, আশুগঞ্জে ২০ জন, বিজয়নগরে ৬ জন, নবীনগরে ৪৭ জন, আখাউড়ায় ২০ জন, কসবায় ৮ জন ও বাঞ্ছারামপুরে ৬ জন।