আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

আখাউড়ায় ট্রাকচাপায় দুই যাত্রী নিহত

আখাউড়া 28 February 2022 ২৪১

আখাউড়া।।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রাকচাপায় দুই যাত্রী নিহত হয়েছেন।আজ সোমবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের তন্তর এলাকায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহতের ঘটনা ঘটে। এই ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। নিহতরা হলেন, জেলার নবীনগর উপজেলার মহেশপুরের ইয়াকুব আলীর ছেলে মোহাম্মদ আউয়াল মিয়া (৫০) ও একই এলাকার মৃত আব্দুল হাকিম ব্যাপারীর ছেলে ফয়েজ মিয়া (৫৫)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাটিহাতা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ শাহজালাল আলম জানান, সকালে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা কুমিল্লা অভিমুখে যাচ্ছিল। পথিমধ্যে আখাউড়া উপজেলার তন্তর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক অটোরিকশাটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত ও দুইজন আহত হন। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।