আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

নবীনগরে পঁচা মাংস বিক্রির দায়ে একজনের ১ মাসের জেল

নবীনগর 2 March 2022 ১৮৬

নবীনগর।।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ বাজারে মাংসের দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে পঁচা মাংস বিক্রির অভিযোগে এক বিক্রেতাকে এক মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছেন ভ্রাম্যমান আদালত। ওই মাংস বিক্রেতার নাম আরিফ। তিনি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা। ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন জানান, মাংসের গুণগতমান পরীক্ষা নিরীক্ষা করে পঁচা ও নষ্ট নিশ্চিত করার পর ২০১১ এর ২৪ ধারা লঙ্ঘনের দায়ে এক মাসের জেল দেওয়া হয়েছে।