
ব্রাহ্মণবাড়িয়া।।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ‘বঙ্গবন্ধু ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২২’ উদ্বোধন হবে আগামী শুক্রবার (০৪ মার্চ)। ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও এমআর টেক্সটাইল এর সহযোগিতায় ব্রাহ্মণবাড়িয়া শহরের বঙ্গবন্ধু স্কয়ারে শুক্রবার সন্ধ্যা ৭টায় ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ শাহগীর আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোহাম্মদ আনিসুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মিসেস নায়ার কবির, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার ও এমআর টেক্সটাইল এর স্বত্ত্বাধিকারী দেওয়ান মারুফ।
২০২২ সনের এ আসরে ৪টি গ্রুপের মাধ্যমে ৮টি দল অংংশগ্রহণ করছে। ‘ক’ গ্রুপে রয়েছে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব ও আব্বাস ক্রীড়া চক্র। ‘খ’ গ্রুপে রয়েছে গ্র্যান্ড এ মালেক ও আশুগঞ্জের জারা এন্টারপ্রাইজ। একইভাবে ‘গ’ ও ‘ঘ’ গ্রুপে যথাক্রমে রয়েছে এএম টিভি, কুতুব স্মৃতি সংঘ এবং নবারণ সংঘ ও এম.বি এগ্রো ফুড। উদ্বোধনের দিন ‘ক’ ও ‘খ’ গ্রুপের দলগুলো খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে। এদিন সন্ধ্যা ৭টায় ‘ক’ গ্রুপের ব্রাদার্স ইউনিয়ন ক্লাব ও আব্বাস ক্রীড়া চক্র। এর ১ ঘন্টা পর ৮টায় প্রতিদ্বন্দ্বিতা করবে ‘খ’ গ্রুপের গ্র্যান্ড এ মালেক ও জারা এন্টারপ্রাইজ। পরদিন ৫ মার্চ শনিবার সন্ধ্যা ৭টা ও ৮টায় যথারীতি ‘গ’ ও ‘ঘ’ গ্রুপের দলগুলো মাঠে নামবে। সন্ধ্যা ৭টায় এএম টিভি’র মুখোমুখি হবে কুতুব স্মৃতি সংঘ। পরের খেলায় নবারুণ সংঘ ও এম.বি এগ্রো ফুড মুখোমুখি হবে।
টুর্নামেন্টের নিয়মানুযায়ী গ্রুপ পর্যায়ে নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ০৬ মার্চ সন্ধ্যায় ৭টায় ‘ক’ ও ‘গ’ গ্রুপের বিজয়ী দল প্রথম সেমিফাইনাল ও রাত ৮টায় ‘খ’ ও ‘ঘ’ গ্রুপের বিজয়ী দল দ্বিতীয় সেমিফাইনালে ফাইনালে যাওয়ার লড়াইয়ে নামবে। ১ম সেমিফাইনাল ও ২য় সেমিফাইনালের বিজয়ী দল চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে পরদিন ৭ মার্চ রাত সাড়ে ৭টায়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে নিয়মিতভাবে কয়েকটি আসর আয়োজনের মাধ্যমে প্রতিবৎসরের এ টুর্নামেন্টটি শহরবাসীর উৎসবে পরিণত হয়েছে। এর আগের আসরগুলোতে জমজমাট টুর্নামেন্ট উপহার দিয়ে জেলাবাসীর প্রশংসা কুঁড়িয়েছে জেলা ক্রীড়া সংস্থা। বিশেষ করে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল শেষে চ্যাম্পিয়ন কাপ নিয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উৎসবের রূপ দিয়েছে দলগুলো। এতে ক্রীড়ামোদিদের মাঝেও প্রতি বৎসরের এই আয়োজনটি আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে।
সর্বশেষ জমজমাট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দুটি টুর্নামেন্টের ২০২০ সালে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাহ্মণবাড়িয়া শহরের মসজিদ রোডস্থ এএম টিভি বাংলা। এর আগে ২০১৯ সালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে শহরের মসজিদ রোডস্থ গ্র্যান্ড এ মালেক চাইনিজ রেস্টুরেন্ট। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও এই ২টিসহ টুর্নামেন্টে অংশ নেওয়া ৮টি দল নিজেদের প্রস্তুতি সম্পন্ন করেছে। জেলা ক্রীড়া সংস্থাও সমস্ত আয়োজন শেষে উদ্বোধনী অনুষ্ঠানের অপেক্ষায় আছে। অন্যান্যবারের তুলনায় এবারের আসরটি আরও জমজমাট হবে বলে আশা করছেন টুর্নামেন্ট সংশ্লিষ্ট কর্মকর্তা ও আসরে অংশ নেওয়া দলগুলোর কর্তাব্যক্তিরা।
বঙ্গবন্ধু স্কয়ারে (আব্দুল কুদ্দুস মাখন মুক্তমঞ্চ) ‘বঙ্গবন্ধু ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২২’ শুক্রবার (০৪ মার্চ) উদ্বোধন হয়ে টুর্নামেন্ট চলবে সোমবার (০৭ মার্চ) পর্যন্ত। ওইদিন ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এবারের টুর্নামেন্ট। উদ্বোধনী খেলাসহ সকল খেলাগুলো উপভোগ করার জন্য ক্রীড়ামোদীদের আমন্ত্রণ জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু।