আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় ভোটার দিবসের আলোচনা সভায় জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম

ব্রাহ্মণবাড়িয়া সদর 2 March 2022 ২১৮

ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মবাড়িয়া জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম বলেছেন, জনগনের সাংবিধানিক অধিকার হল ভোটাধিকার। সরকার মানুষকে তার অধিকার সমন্ধে জানান দিচ্ছে ও অবহিত করছে। তিনি বুধবার সকালে ভোটাধিকার দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। জেলা প্রশাসক বলেন, আমাদেরকে সকল ক্ষেত্রে উন্নতি করতে হবে। সে সাথে ভোট ব্যবস্থাপনারও উন্নতি করতে হবে। অর্থনৈতিক মুক্তি পেলেই দেশের মানুষের সকল অধিকার প্রতিষ্ঠা হবে। তিনি ভোট নিয়ে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। জেলা প্রশাসক বলেন, ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্যই সরকার ভোটাধিকার দিবস চালু করেছে। আমরা যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে ও নিতে পারি সে প্রত্যাশাই করছি।
জেলা নির্বাচন অফিসার জিল্লুর রহমানের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) মোঃ রুহুল আমিন এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল রেজা, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি রিয়াজউদ্দিন জামি। এতে বক্তব্য রাখেন রামরাইল ইউপি চেয়ারম্যান মশিউর রহমান সেলিম, বাসুদেব ইউপি চেয়ারম্যান হাকিম মোল্লা, প্রভাষক মাজেদুল ইসলাম, মুক্তিযোদ্ধা আবু হোরায়রাহ প্রমুখ। এর আগে জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম সার্টিক হাউজ প্রাঙ্গনে জেলা নির্বাচন কর্মকর্তা জিল্লুর রহমান, প্রেসক্লাব সভাপতি রিয়াজউদ্দিন জামিকে সাথে নিয়ে ভোটাধিকার দিবস উপলক্ষ্যে বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন।