আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

বিজয়নগরে ৪ জুয়ারিকে গ্রেফতার

বিজয়নগর 4 March 2022 ২৮৩

বিজয়নগর।।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ইয়াহিয়া খন্দকার (৫৯), হেলাল মিয়া (৫২), কামাল মিয়া (৩৫) ও তৌহিদ মিয়া (৫০) নামে ৪ জুয়ারিকে গ্রেফতার করেছেন পুলিশ। বৃহস্পতিবার (০৩ মার্চ) রাত সাড়ে ১০ টায় বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের আড়িয়ল গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করেন পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের আড়িয়ল গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোঃ তৌহিদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের নয়নপুর গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে ইয়াহিয়া খন্দকার, পাহাড়পুর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে হেলাল মিয়া, একই ইউনিয়নের খাটিংগা গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে কামাল মিয়া ও ঘিলামুড়া গ্রামের মৃত আব্দুল আওয়ালের ছেলে তৌহিদ মিয়াকে গ্রেফতার করেন। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার তাস ও নগদ টাকা উদ্ধার করে জব্দ করেন।
বিজয়নগর থানা পুলিশের ওসি মির্জা মুহাম্মদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান গ্রেপ্তারকৃত জুয়াড়ীদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে জুয়া আইনে প্রসিকিউশন দাখিল করা হয়েছে।