
ব্রাহ্মণবাড়িয়া।।
জাতীয় ইংরেজী দৈনিক দ্য এশিয়ান এইজ ও অনলাইন নিউজ পোর্টাণ ঢাকামেইল ডটকমের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশিত সাপ্তাহিক প্রতিচ্ছবি পত্রিকার সম্পাদক ও দৈনিক একুশে আলো পত্রিকা প্রধান বার্তা সম্পাদক, আশিকুর রহমান মিঠু হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার ল্যাব এইড হাসপাতালে ভর্তি হয়েছেন। তার হার্টে একটি ব্লক শনাক্ত হওয়ার পর গতকাল রোববার (১৩ মার্চ) প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ও ধানমন্ডিস্থ ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালের সিসিউ ইনচার্জ ডা. মাহবুবুর রহমান অস্ত্রোপচারের মাধ্যমে মিঠুর হার্টে রিং স্থাপন করেন। রিং স্থাপনের পর সাংবাদিক মিঠুর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে তার স্বজনরা জানিয়েছেন।
এর আগে গত শনিবার (১২ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে হৃদরোগে আক্রান্ত হন মিঠু। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর রাতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। সাংবাদিক মিঠুর অসুস্থতার খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার হাসপাতালে তাকে দেখতে যান পুলিশ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সাংবাদিক মিঠুর দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তার পরিবার। মহান আল্লাহর নিকট প্রার্থনা করেন।