আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ায় ১৫ টিকিটসহ কালোবাজারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া সদর, সারাদেশ 14 March 2022 ২৬৫

ব্রাহ্মণবাড়িয়া।।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে আন্তনগর ট্রেনের ১৫ টিকিটসহ কালোবাজারি গ্রেপ্তার। আজ সোমবার (১৪ মার্চ) সকালে তাকে গ্রেপ্তার করা হয়।বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও, ঢাকা) শওকত জামিল মহসীর নেতৃত্বে পরিচালিত এক অভিযানে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ধীরাজ মিয়া(৫০) পৌর এলাকার দক্ষিণ মৌড়াইলের আসু মিয়ার ছেলে।রেলওয়ে নিরাপত্তা বাহিনী ব্রাহ্মণবাড়িয়ার ইনচার্জ মো. জিল্লু মিয়া জানান, সকাল সাড়ে ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অভিযান চালানো হয়। এ সময় কালোবাজারে টিকিট বিক্রি করতে থাকা ধীরাজকে হাতেনাতে আটক করা হয়েছে। তার কাছে আন্তনগর ট্রেনের ২৩টি আসনসহ ১৫টি টিকিট ও টিকিট বিক্রির আট হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়। ধীরাজকে আখাউড়া রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।