আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

আশুগঞ্জে  ভ্রাম্যমান আদালতে ৩ মাদকসেবীর ২ মাসের জেল

আশুগঞ্জ 24 March 2022 ২২৪

আশুগঞ্জ।।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৩ মাদকসেবীকে ২ মাসের বিনাশ্রম কারদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অরবিন্দ বিশ্বাস বাপ্পী তাদের এ সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার লালপুর নোয়াগাঁও গ্রামের কমল মিয়ার ছেলে জুনায়েদ (২২) এবং হোসেনপুর গ্রামের আলী হোসেনের ছেলে বায়েজিদ (১৯) ও ভূট্টো মিয়ার ছেলে জুনায়েদ (২৪)। এর আগে সকালে আশুগঞ্জ থানার উপ পুলিশ পরিদর্শক মফিজুল ইসলাম অভিযান চালিয়ে লালপুর থেকে মাদকসেবনকালে তাদের আটক করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার অরবিন্দ বিশ্বাস বলেন, সাজাপ্রাপ্তরা এলাকার মাদকের সাথে জড়িত চিহ্নিত ব্যক্তি। পুলিশ মাদকসেবনকালে তাদের হাতেনাতে আটক করেছে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের প্রত্যেককে ২ মাস করে বিনাশ্রম কারদন্ড প্রদান করা হয়েছে। মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।