আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দুই দিনব্যাপী বীমা মেলা উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়া সদর 24 March 2022 ২০৮

ব্রাহ্মণবাড়িয়া।।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে স্বল্পোন্নত দেশকে উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের গৃহীত কর্মসূচীর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে দুই দিন ব্যাপী বীমা মেলা আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকালে উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোঃ শাহীন, পৌর মেয়র নায়ার কবির, প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানীর ইনচার্জ মোহাম্মদ আরজু। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্র্বিক) মোহাম্মদ রুহুল আমীনের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তৃতা করেন জীবন বীমা কর্পোরেশনের ইনচার্জ মিজানুর রহমান।
মেলায় ২০টি  বীমা কোম্পানীর ২৪টি  স্টল রয়েছে। অনুষ্ঠানে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর ১৫ লাখ টাকার মৃত্যুদাবীর চেক প্রদান করা হয়।