
ব্রাহ্মণবাড়িয়া।।
বাম জোটের আহূত হরতালের সমর্থনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির উদ্যোগে লাল পতাকা মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুর ১২টায় শহরের প্রধান প্রধান সড়কে লাল পতাকার মিছিল শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে ও শহরের নিউ মার্কেট চত্বরে পৃথক দুটি পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন পার্টির জেলা কমিটির সভাপতি কমরেড শাহরিয়ার মোঃ ফিরোজ, সাধারণ সম্পাদক কমরেড সাজিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক কমরেড আছমা খানম, জেলা কমিটির সদস্য অসিত পাল, আল-মামুন ও মোজাম্মেল পাঠান প্রমুখ।
পথসভায় বক্তারা বলেন- দেশের অর্থনীতি এখন দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। ১% ভাগ মানুষের জন্য ভাল চিকিৎসা, ভাল শিক্ষা, ভাল বাসন্থান ও ভাল খাবারের ব্যবস্থা আছে। আর ৯৯% ভাগ মানুষ ভাল শিক্ষা, চিকিৎসা, বাসস্থান ও ভাল খাবার থেকে বঞ্চিত। বক্তারা বলেন- সরকার রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের উপর দ্রব্যমূল্য বৃদ্ধির দোহাই দিয়ে উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপাচ্ছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অনেক আগে থেকেই দাম বৃদ্ধি শুরু হয়েছে উল্লেখ করে বক্তারা অনতিবিলম্বে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে ও গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে আগামী ২৮ মার্চ আধাবেলা হরতাল পালনে সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।