আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

গণহত্যা দিবসে সাংবাদিক ইউনিয়নের মোমবাতি প্রজ্বলন কর্মসূচী পালিত

ব্রাহ্মণবাড়িয়া সদর 25 March 2022 ২১১

ব্রাহ্মণবাড়িয়া।।
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া মোমবাতি প্রজ্বলন কর্মসূচী পালন করেছে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় শহরের বঙ্গবন্ধু স্কয়ারের জেলা প্রশাসনের কর্মসূচীর সাথে সংহতি জানিয়ে এ কর্মসূচী পালন করা হয়। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পী, সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, সহ-সভাপতি বিশ্বজিৎ পাল বাবু, যুগ্ম সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ, সদস্য উজ্জল কুমার চক্রবর্তী, সামী আহমেদ, হালিমা খাতুন, সাংবাদিক আবুল হাসনাত অপু।