আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

ভারত আমাদের ঘনিষ্ঠ প্রতিবেশী ও বন্ধু প্রতীম রাষ্ট্র–সংস্কৃতি প্রতিমন্ত্রী

আখাউড়া, আন্তর্জাতিক, জাতীয়, সারাদেশ 25 March 2022 ৩১৬

আখাউড়া।।

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন,স্বাধীনতার ৫০ বছর পুর্তিতে সুবর্ণ জয়ন্তীতে আগরতলায় ৪০তম বই মেলা অনুষ্ঠিত হবে। এই মেলায় আমরা সব সময়ই অংশগ্রহণ করি। মূলত ভারত সরকারের আমন্ত্রনে বই মেলার উদ্বোধন অনুষ্ঠানে যোগদান করতে রাস্ট্রীয় সফরে ভারত যাচ্ছি।
ভারত আমাদের ঘনিষ্ঠ প্রতিবেশী।কোটি কোটি বাংলা ভাষাভাষী মানুষ ভারতে বসবাস করে। ভারত-বাংলাদেশের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু প্রতীম রাষ্ট্র। ২৬ কোটি বাংলা ভাষাভাষীর মধ্যে ভারতে আছে ১০ কোটি এবং আমাদের দেশে ১৬ কোটি মানুষ রয়েছে। কাজেই আমাদের এক এবং অভিন্ন সংস্কৃতির আদান প্রদান চলছে।আজ শুক্রবার দুপুরে আখাউড়া চেকপোস্ট দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে যাওয়ার সময় সীমান্তের শুন্য রেখায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।এ ছাড়াও সফলকালে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সাথে মিলিত হবেন। আমাদের দ্বিপাক্ষিক বিষয় এবং সাংস্কৃতিক বিনিময় হবে এসবের জন্য যাচ্ছি।এর আগে দুপুর সোয়া বারটায় সাংস্কৃতিক প্রতিমন্ত্রী সড়কপথে আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোষ্টে এসে পৌঁছালে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (কসবা আখাউড়া সার্কেল) কামরুল হাসান, আখাউড়া থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, ইমিগ্রেশন কর্মকর্তা এস,আই আবদুল হামিদ, স্থলবন্দরের সহকারি পরিচালক (ট্রাফিক) মোঃ মোস্তাফিজুর রহমান প্রমুখ।সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ আখাউড়া ইমিগ্রেশন দিয়ে ভারতে প্রবেশ করলে তাকে ফুল দিয়ে স্বাগত জানান ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ ও আগরতলা স্থলবন্দর কর্মকর্তা দেবাশীষ নন্দী।