আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

বিজয়নগরে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

বিজয়নগর, সারাদেশ 26 March 2022 ২৩১

বিজয়নগর।।

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ডাকবাংলা মোড়ে মালবাহী ট্রাকের চাপায় স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে।আজ শনিবার (২৬ মার্চ) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতের বাড়ী সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের চাকসার গ্রামের দৌলতপাড়া এলাকার হামদু মিয়ার ছেলে ফারহান (১৮)। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, ফারহান ২৬ মার্চ উপলক্ষে বন্ধুর সাথে ঘুরতে বের হয়। ফারহান শাহবাজপুর বাজারের ২নং গেটের সামনে সরাইল থেকে মোটরসাইকেল করে সিলেটের দিকে যাওয়ার পথে চান্দুরা ডাকবাংলা এলাকায় ঢাকা অভিমুখী মালবাহী ট্রাকটি মোটরসাইকেলকে চাপা দেয়। ওই সময় মোটরসাইকেলের আরোহী ফারহানকে আহত অবস্থায় জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ওসি সুখেন্দু বসু এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।