
বাঞ্ছারামপুর।।
বাঞ্ছারামপুরে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-১৪।আজ সোমবার (২৮ মার্চ) দুপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪ ভৈরব ক্যাম্প থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় কড়ইকান্দি এলাকা থেকে নরসিংদী জেলার মুরাদনগর গ্রামের নায়েব আলী (৩৮) অভিযান চালিয়ে তাকে আটক করে। র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, কড়ইকান্দি এলাকায় অস্ত্র বেচা-কেনা করছিলেন নায়েব আলীসহ কয়েকজন। খবর পেয়ে র্যাবের একটি আভিযানিক দল কড়ইকান্দি ফেরিঘাট সংলগ্ন ইমরান ট্রেডার্সের সামনের রাস্তায় অভিযান চালিয়ে নায়েব আলীকে আটক করে।এসময় তার দেহ তল্লাশি করে এসব অস্ত্র ও গুলি এবং নগদ তিন হাজার টাকা পাওয়া যায়।এ ঘটনায় অস্ত্র আইনে মামলা করে তাকে বাঞ্ছারামপুর থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানান।