আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

ছাত্রলীগ কারো রক্তচক্ষুকে ভয় পায় না–আল নাহিয়ান খান জয়

জাতীয়, নাছিরনগর, রাজনীতি 31 March 2022 ২০৩

নাসিরনগর।।
ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় বলেছেন, ছাত্রলীগ কারো রক্তচক্ষুকে ভয় পায় না। ছাত্রলীগের নেতাকর্মীরা নিঃস্বার্থভাবে না খেয়ে আরেকজনের কথা চিন্তা করে এগিয়ে যায়। নিশ্চিত মৃত্যু জেনেও নিজেকে পেছনে রাখে না। সবসময় সামনে গিয়ে নেতৃত্ব দেয়। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য জীবন বাজি রাখার নেতৃত্ব ছাত্রলীগের আছে।আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা পরিষদের পুরোনো ভবন প্রাঙ্গণে উপজেলা ছাত্রলীগের সম্মেলন উদ্বোধন কালে এসব কথা বলেন।সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম। এতে প্রধান বক্তা ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
আল নাহিয়ান খান জয় আরও বলেন, ছাত্রলীগকে কেউ কখনও পেছনে ফেলে রাখতে পারবে না। কারণ যিনি বাংলাদেশকে সৃষ্টি করেছেন, যার দীর্ঘদিনের ত্যাগের ফল আজকের এই বাংলাদেশ, সেই মহান নেতা ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন। সেই ছাত্রলীগকে মনে রাখতে হবে, আমরা যেন বাজে কোনো শিরোনাম না হই। আমাদের কোনো কর্মকাণ্ডে যদি আমাদের প্রাণপ্রিয় নেত্রী কষ্ট পান, সেটি আমাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক।
নাসিরনগর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নাসির উদ্দিন রানার সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি আলিমুল হক, মুরাদ হায়দার টিপু, ইফতেখার আহমেদ চৌধুরী সজীব, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন প্রমুখ।